বাংলা ছোটগল্পের বিশ্লেষণী পাঠ
বাংলা ছোটগল্পের বিশ্লেষণী পাঠ নিয়ে একটি বৃহৎ গ্রন্থ ISBN নম্বর সহ প্রকাশিত হতে চলেছে। উক্ত সংকলনে মৌলিক চিন্তাসমন্বিত প্রবন্ধ প্রেরণের জন্য গবেষকগণকে আহ্বান করা হচ্ছে।

নির্বাচিত গল্পগুলি হল – রবীন্দ্রনাথ - পোস্টমাস্টার, সুভা, ছুটি, দেনাপাওনা, কাবুলিওয়ালা, তপস্বিনী, ইচ্ছাপূরণ, পাত্র ও পাত্রী, নামঞ্জুর গল্প, সংস্কার, কর্তারভূত, তোতাকাহিনী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – মন্দির, অভাগীর স্বর্গ, মহেশ, মামলার ফল, রামের সুমতি, প্রভাতকুমার মুখোপাধ্যায় – কাশীবাসিনী, আদরিণী, বিএ পাশ কয়েদী, বাজীকর, ভিখারী সাহেব, রসময়ীর রসিকতা, দেবী, বলবান জামাতা পরশুরাম – লম্বকর্ণ, শ্রীশ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, বিরিঞ্চিবাবা, জাবালি, দক্ষিণ রায়, উলটপুরান জগদীশ গুপ্ত – শঙ্কিতা অভয়, দিবসের শেষে, আদিকথার একটি, পয়োমুখম্, অরূপের রাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় – সিঁদুরচরণ, পুঁইমাচা, মেঘমল্লার, বুধীর বাড়ি ফেরা, কিন্নরদল, মৌরীফুল বিভূতিভূষণ মুখোপাধ্যায় – হারানো সুর, রমেশচন্দ্র সেন – সাদা ঘোড়া, ডোমের চিতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – নারি ও নাগিনী, কালাপাহাড়, জলসাঘর, তারিণী মাঝি, ডাইনী, বেদেনী, অগ্রদানী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় – মায়াকুরঙ্গী, অমিতাভ, পথের কাঁটা বনফুল – বুধ্নী, তিলোত্তমা, তাজমহল, শ্রীপতি সামান্ত, হৃদয়েশ্বর মুকুজ্যে, ক্যানভাসার, নিমগাছ, সুলেখার ক্রন্দন প্রেমেন্দ্র মিত্র – তেলেনাপোতা আবিষ্কার, পুন্নাম, শৃঙ্খল, শুধু কেরানি মানিক বন্দ্যোপাধ্যায় – শিল্পী, প্রাগৈতিহাসিক, ছোটবকুলপুরের যাত্রী, যাকে ঘুষ দিতে হয়, হারানের নাতজামাই, সরীসৃপ, দুঃশাসনীয়, কুষ্ঠরোগীর বউ, হলুদপোড়া আশাপূর্ণা দেবী – তাসের ঘর, ছিন্নমস্ত, সুবোধ ঘোষ – কৌন্তেয়, ফসিল, অযান্ত্রিক, পরশুরামের কুঠার, চতুর্থ পানিপথের যুদ্ধ, সুন্দরম, গোত্রান্তর, বারবধূ, মা হিংসী, গরল অমিয় ভেল, ফসিল জ্যোতিরিন্দ্র নন্দী – সমুদ্র, গিরগিটি কমল মজুমদার – মতিলাল পাদরী নরেন্দ্রনাথ মিত্র – হেডমাস্টার, ভুবন ডাক্তার, পালঙ্ক, রস, অভিনেত্রী, মহাশ্বেতা, চোর, রস নারায়ণ গঙ্গোপাধ্যায় – বীতংস, বনতুলসী, হাড়, দুঃশাসন, টোপ, ভাঙা চশমা, রেকর্ড, বনজ্যোৎস্না সন্তোষকুমার ঘোষ – ভেবেছিলাম, শোক, কস্তুরীমৃগ বিমল কর – আঙুরলতা, নিষাদ, যযাতি, অর্ধবৃত্তি, অলৌকিক, জননী রমাপদ চৌধুরী – ভারতবর্ষ, সমরেশ বসু – শহীদের মা, আদাব, কিমলিস, প্রতিরোধ, গুণিন, ধূলিমুঠি কাপড়, শানাবাউরির কথকতা গৌরকিশোর ঘোষ – সাগিনা মাহাতো, মহাশ্বেতা দেবী – দৌপদী, সাঁঝ সকালের মা, বাঁয়েন, স্তনদায়িনী, বিছন, ভাত, পিণ্ডদান, সংরক্ষণ, কাগাবগা গীতিকা সৈয়দ মুস্তাফা সিরাজ – বাদশা, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় – চর্যাপদের হরিণ, জটায়ু, অশ্বমেধের ঘোড়া, নরকের প্রহরী শীর্ষেন্দু মুখোপাধ্যায় – উকিলের চিঠি, লড়াই, খানা তল্লাশ, আশ্চর্য প্রদীপ, মনজদের অদ্ভুত বাড়ি সুনীল গঙ্গোপাধ্যায় – গরমভাত অথবা নিছক ভূতের গল্প, রাতপাখি, তাজমহলে এক কাপ চা, পলাতক ও অনুসরণকারী মতি নন্দী – শবাগার সাধন চট্টোপাধ্যায় – ঢোল সমুদ্র, স্টিলের চঞ্চু, অদিতির জন্য ৬টি মিডিবাস, এলাটিং বেলাটিং শৈল স্বপ্নময় চক্রবর্তী – স্বস্ত্যয়ন, স্পেয়ার পার্টস্, ভিডিও-ভগবান-নকুলদানা, চারণক্ষেত্র সোমেন চন্দ – ইঁদুর প্রবন্ধ প্রেরণের নিয়মাবলী: ১. প্রবন্ধের শব্দ সংখ্যা ১৬০০ শব্দের মধ্যে হতে হবে। নির্দিষ্ট শব্দের অধিক হলে প্রবন্ধ বাতিল করা হবে। ২. প্রবন্ধটি মৌলিক হতে হবে। লেখাটি যেন Plagiarism দোষে দুষ্ট না হয়। ৩. উদ্ধৃতি ব্যবহার করার সময় সঠিক নিয়ম মেনে তথ্যসূত্র পরিবেশন করতে হবে। ৪. লেখা টাইপ করে পাঠাবেন। অভ্র কীবোর্ড এ, Docx এবং pdf উভয় ফাইলে লেখা পাঠাতে হবে। প্রাবন্ধিকগণ নাম, ফোন নম্বর সহ তাদের পরিচয় উল্লেখ করবেন। ৫. একই বিষয়ে একাধিক প্রবন্ধ গৃহীত হবে না। প্রাবন্ধিককে আগেই গুগুল ফর্ম ফিলাম করে টপিক উল্লেখ করতে হবে। ৬. প্রবন্ধ নির্বাচিত হলে WhatsApp গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ৭. লেখা পাঠানোর শেষ তারিখ ৩০ আগস্ট ২০২১। ৮. লেখা নির্বাচিত হলে প্রিবুকিং-এর মাধ্যমে প্রাবন্ধিককে ২ কপি গ্রন্থ সংগ্রহ করতে হবে। ৯. কেবলমাত্র স্নাতকোত্তর, গবেষক, অধ্যাপকগণই প্রবন্ধ জমা করতে পারবেন। ১০. bengalistory.2021@gmail.com – এই ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবন্ধ পাঠাতে হবে।
|