ব্রাত্য জীবন পটে 'গন্ধ' নিয়ে লড়াই : মানবতার আবাহনে অনিল ঘড়াইয়ের সাহিত্যে সেই জীবনের গন্ধ - চঞ্চল মণ্ডল
'যে লেখা মানুষকে ছায়া দেয় - সেই তো প্রকৃত লেখা।' - অনিল ঘড়াই ('কাক ও অন্যান্য গল্প')
মানুষের জন্যই মানুষের সাহিত্য। যুগে যুগে প্রত্যেক শিল্পী-কবি-সাহিত্যিক ভাবনা মানুষকে নিয়েই। মানব জীবনকে নিয়েই তাঁদের কারবার। মানব জীবনের ক্ষুদা-প্রেম, বঞ্চনা-শোষণ-উৎপীড়ন, আনন্দ উৎসব সভিই তাঁদের লেখনিতে ধরা চাই। তাই তাঁরা খুঁজতে থাকেন গোটা মানুষের মানে।
জাত-পাতের ভেদাভেদ যে গোটা সমাজকে পঙ্গু করে দিয়েছে। সেই পঙ্গুত্ব দূরীকরণে আধুনিক কথাসাহিত্যিক অনিল ঘড়াই সক্রিয় ভাবে তাঁর সাহিত্যে প্রতিবাদে মুখর হয়েছেন। তাই এই ব্যক্ত করা হয়েছে 'ব্রাত্য জীবন পটে 'গন্ধ' নিয়ে লড়াই : মানবতার আবাহনে অনিল ঘড়াইয়ের সাহিত্যে সেই জীবনের গন্ধ' - প্রবন্ধে।