গল্পগুচ্ছের নানাবর্ণ
রবীন্দ্র-গল্পগুচ্ছ বাঙালীর হৃদয় আখ্যান। কালের নিরিখে ‘গল্পগুচ্ছে’র জনপ্রিয়তা কোনোদিনও ফুরোবার নয়। আসলে, ‘গল্পগুচ্ছে’র গল্পগুলির ভেতরে রয়েছে নদীমাতৃক বাংলার গ্রাম-জীবনের সজীব ছবি। চলমান জীবন প্রবাহে নর-নারীর শোষণ-বঞ্চনা, তাদের জঠর যুদ্ধের নিদারুণ ছবি জীবন্ত হয়ে রয়েছে ‘গল্পগুচ্ছে’র পাতার পর পাতা জুড়ে। গল্পভাষার কাব্যময়তায়, জীবনানুভূতির গভীরতা বাক্বিভূতিতে পরিপূর্ণ হয়ে ওঠা রবীন্দ্রনাথের এই গল্পকৃতি নিয়ে গবেষণারও শেষ নেই। এযাবৎ, রবীন্দ্র-ছোটগল্প নিয়ে অসংখ্য লেখালেখি হয়েছে। বহু সংকলনে রবীন্দ্র-ছোটগল্পের অমূল্য সব প্রবন্ধও সংকলিত হয়েছে। বহু প্রাজ্ঞ-সমালোচক এযাবৎ রবীন্দ্র-ছোটগল্প নিয়ে স্থিতধি বক্তব্যও রেখেছেন তাঁদের অমূল্য সব রবীন্দ্র-সমালোচনামূলক গল্পগ্রন্থে। এমনকি, রবীন্দ্র-ছোটগল্প বহু চিত্রনাট্যেরও রূপ পেয়েছে। ‘কাবুলিওয়ালা’র মতো গল্প থেকে শুরু করে ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’, ‘ক্ষুধিত পাষাণে’র মত জীবনঘনিষ্ঠ গল্পগুলিও তাই জনপ্রিয়তার শীর্ষে উঠেছে। সত্যজিৎ রায় পরিচালিত ‘তিনকন্যা’ ছবিটি তো রবীন্দ্রনাথেরই ‘গল্পগুচ্ছে’র তিন কন্যা তথা, ‘সমাপ্তি’র মৃন্ময়ী, ‘পোস্টমাস্টারে’র রতন আর ‘মণিহারা’ গল্পের মণিমালা। ‘চারুলতা’ ছবিটি চলচিত্রায়িত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের অনুষঙ্গে। এমনকি, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গল্পগুচ্ছে’র বিখ্যাত ‘অতিথি’ গল্পটিও সিনেমার পর্দায় দর্শকের আবেগ কুড়িয়েছে। সুতরাং, ‘রবীন্দ্র-গল্পগুচ্ছে’র রসাবেদন সম্পূর্ণ হৃদয়ের কাছে। সেই জনপ্রিয়তার কথা স্মরণে রেখে, ‘রবীন্দ্র-গল্পগুচ্ছে’ একগুচ্ছ গল্পের ব্যাখ্যান পাঠক-গবেষকগণের নিকট উপস্থাপন করার প্রচেষ্টায় এই সংকলনগ্রন্থ।
যা 'প্রজ্ঞাবিকাশ'-এর প্রচেষ্টায় জানুয়ারি ২০২১ -এ প্রকাশিত হল।