অনিল ঘড়াইয়ের সাহিত্য চিত্রিত বৃহন্নলাজীবন কথা - চঞ্চল কুমার মণ্ডল

অনিল ঘড়াইয়ের সাহিত্য চিত্রিত বৃহন্নলাজীবন কথা - চঞ্চল কুমার মণ্ডল











 

সেটা সত্য হােক;

শুধু ভঙ্গি দিয়ে যেন না ভােলায় চোখ।

 সত্যমূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি

 ভালাে নয়, ভালাে নয় নকল সে সৌখিন মজদুরি৷৷

-('ঐকতান' রবীন্দ্রনাথ ঠাকুর)

 রবীন্দ্রনাথ সর্বদাই সাহিত্যে সত্যমূল্য রক্ষার পক্ষপাতী। তেমনি, কথাশিল্পী অনিল ঘড়াই ও লােকায়ত মানব জীবনের সত্য-সিন্ধু জলে ডুব দিয়ে-জীবনের জটিল পরিস্থিতিগুলি লিপিবদ্ধ করেছেন সাহিত্যের শিল্পীত অক্ষরে। তাই তার সাহিত্যে বাস্তবতার তীব্র ঝলক এত বেশি। যেখানে, তার কথা কলায় সাহিত্যের শিল্পমূল্য অপেক্ষা জীবনের সত্যমূল্য প্রাধান্য লাভ করেছে। পৃথিবীর সবঅনাবৃত-সংগ্রামমুখর লাঞ্ছিত মানবমুক্তির কামনায় তার শিল্পীমন সততই কাতর-কম্পনশীল। সেই সকল বঞ্চনাময় নর-নারীর জীবন সত্যতা রূপায়ণে অত্যন্ত দায়বদ্ধ-কলাকুশলী শিল্পী হিসেবে সাহিত্যের সত্যমূল্যই রক্ষা করেছেন। তার কথাকলায় সৌখিনতার মজদুরি নেই। নেই চোখ ধাঁধানাে মনােহারিত্বও। যার যাজ্জ্বল্য প্রমান - ১৯৯৭ -এ আশালতা স্মৃতি সাহিত্য পুরস্কারে ভূষিত ঐ 'আকাশ-মাটির খেলা’ গল্পগ্রন্থের ‘বেলমুন্ডি’ গল্পের বৃহন্নলা নারী বেলমুন্ডি তথা, কুমকুমমুখী; এবং ১৯৯৪ তে মাইকেল মধুসূদন’ পুরস্কারে ভূষিত 'বক্ররেখা’ উপন্যাসের লাঞ্ছিতা — অভিশপ্ত জীবন বয়ে বেড়ানাে চির-বঞ্চনাময় নারী শুকুরমনির ট্রাজিক - বেদনাবহ জীবনকথায়।

প্রবন্ধটি দুঃখানন্দ মণ্ডল সম্পাদিত 'কোরাস' পত্রিকার 'বৃহন্নলা : তৃতীয় নয়ন'  সংখ্যায় ১২ জুলাই ২০১৫ সংখ্যায় প্রকাশিত হয়।

 প্রবন্ধটি প্রথম অংশে রয়েছে অনিল ঘড়াই-এর 'আকাশ-মাটির খেলা' গল্পগ্রন্থের 'বেলমুন্ডি' গল্পের  বৃহন্নলা তথা তৃতীয় লিঙ্গের অধিকারী কুমকুমমুখী ওরফে বেলমুন্ডির জীবন কথা। 

অনিল ঘড়াই-এর 'বেলমুন্ডি' গল্পের কুমকুমমুখীর জীবনকথা

আর প্রবন্ধটির দ্বিতীয় অংশে রয়েছে মাইকেল মধুসূদন পুরস্কার প্রাপ্ত উপন্যাস 'বক্ররেখা'র লাঞ্ছিতা শুকুরমনির ট্র্যাজিকঘন বেদনাবহ জীবনকথা।

অনিল ঘড়াই-এর 'বক্ররেখা' উপন্যাসের চিত্রিত শুকুরমণির জীবনকথা

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন