চণ্ডীমঙ্গল কাব্য || CC-4 || সংক্ষিপ্ত প্রশ্ন
চণ্ডীমঙ্গল কাব্য : প্রশ্নমান - ২
১. মুকুন্দ নির্দেশিত গ্রন্থরচনার কালজ্ঞাপক শ্লোকটি লেখ।
২. মুকুন্দ চক্রবর্তী কার সভাসদ ছিলেন?
৩. মুকুন্দ চক্রবর্তীকে ‘কবিকঙ্কন’ উপাধি কে দিয়েছিলেন? এবং তিনি কোথাকার জমিদার ছিলেন?
৪. মুকুন্দ চক্রবর্তী ব্যতীত চণ্ডীমঙ্গল কাব্যে ধারার দুজন কবির নাম লেখ।
৫. চণ্ডীমঙ্গল কাব্যের সর্বশেষ কবি নাম কি? তাঁর উপাধি কি ছিল?
৬. দুটি পুরাণের নাম লেখ যেখানে চণ্ডীদেবীর উল্লেখ রয়েছে।
৭. চণ্ডী নামটি কোন ভাষা থেকে এসেছে?
৮. কালকেতু ফুল্লরার পূর্ব পরিচয় লেখ।
৯. “তৈল বিনা কৈনু স্নান করিনু উদক পান
শিশু কান্দে ওদনের তরে” – কে কোথায় এই মন্তব্য করেছেন?
১০. “সোনা রূপা নহে বাপা এ ব্যঙ্গা পিতল / ঘসিয়া মাজিয়া বাপু করেছ উজ্জ্বল।।” – কার উক্তি? কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে?
১১. “আছিলাম একাকিনী বসিয়া কাননে। / আনিয়াছে তোম স্বামী বান্ধি নিজগুণে।।” – কে কাকে বলেছে? স্বামীর নাম কি?
১২. “এ যুগে জণ্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া ঔপন্যাসিক হইতেন তাহাতে সংশয়মাত্র নেই।” – কে, কার সম্পর্কে মন্তব্যটি করেছেন?
১৩. “ভালে ফোঁটা মহাদন্ত ছেঁড়া ধুতি কোঁছা লম্ব
শ্রবণে কলম খরশান।” – কার সম্পর্কে মন্তব্যটি করা হয়েছে?
১৪. কবি কঙ্কনের চণ্ডীমঙ্গল কবে, কার সম্পাদনায় মুদ্রিত হয়?
১৫. কালকেতুর স্থাপিত নতুন রাজ্যে যে সকল জাতির আগমন ঘটেছিল তাদের নাম লেখ।
১৬. ‘চৌতিশা’ স্তব কোন খণ্ডে পাওয়া যায়।
১৭. নিদয়া এবং হীরা কে?
১৮. চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ডের দুটি শঠ চরিত্রের নাম লেখ।
উত্তরপত্রের কাজ চলছে